ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে সোনা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ২০:১০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ আগস্ট ২০২২ ২০:১০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারো সোনার দাম বেড়েছে। ভালো সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১,৯৮৩ টাকা বাড়িয়ে ৮৪,৩৩১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দাম আজ রবিবার (৭ আগস্ট) থেকে সারা দেশে কার্যকর হচ্ছে।

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন দাম অনুসারে, ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৮৪,৩৩১ টাকা। ২১ ক্যারেটের দাম ৮০,৪৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৮,৯৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৬৬,৯৭৯ টাকা।

দেশের বাজারে শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেট সোনার ভরি ৭৮,৬১৬ টাকা, ১৮ ক্যারেট ৬৭,৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৬৫,৬৯৬ টাকায় বিক্রি হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১,৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১,২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: