ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

স্বর্ণের দাম ভরিতে কমলো ১,১৬৬ টাকা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ১৫:১৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২ ১৫:১৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববাজারে দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। মানভেদে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ কম‌ছে ১,১৬৬ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি ভালোমানের স্বর্ণের দাম ক‌মে দাঁড়াবে ৭৭,২১৬ টাকা। যা এতদিন ছিল ৭৮,৩৮২ টাকা।

রবিবার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সমিতির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (১৮ জুলাই) থেকে স্বর্ণের নতুন এই দর কার্যকর হবে।

দাম কমার কার‌ণে ১৮ জুলাই থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৭,২১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১,১৬৬ টাকা কমিয়ে ৭৩,৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৩,১১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২,৭২১ টাকা।

এদিকে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১,৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১,২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।



আপনার মূল্যবান মতামত দিন: