ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দায়িত্ব নিলেন নতুন গভর্নর

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ২২:৩৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ২২:৩৬

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকে দ্বাদশ গভর্নর হিসেবে যোগ দিয়েছেন আব্দুর রউফ তালুকদার।

মঙ্গলবার (১২ জুলাই) দায়িত্ব বুঝে নিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী এ সচিব। সকাল ১০টার দিকে নতুন গভর্নরকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা। এসময় কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে ৬ বছর ৩ মাস দায়িত্ব পালন শেষে গত ৩ জুলাই গভর্নরের পদ থেকে বিদায় নেন ফজলে কবির। নতুন গভর্নর আব্দুর রউফ তালিকদার সরকারি কর্মকর্তা হওয়ায় পদত্যাগ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় মঙ্গলবার (১২ জুলাই) গভর্নর হিসেবে দায়িত্ব নিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: