
নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১,১৬৬ টাকা কমিয়ে ৭৮,৩৮২ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে এ দাম কার্যকর হবে।
বুধবার (৬ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস, যা ৭ জুলাই থেকে কার্যকর হবে।
বুধবার পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৭৯,৫৪৮ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার থেকে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটর (১১ দশমিক ৬৬৮ গ্রাম) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৭৮,৩৮২ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ১,১৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৭৪,৮৮৩ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ১ হাজার ৫০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৪,১৫২ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি কমানো হয়েছে ৯৩৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৩,৪৭৯ টাকায়। ভরি প্রতি কমানো হয়েছে ৭৫৭ টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: