ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২০:২৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ জুন ২০২২ ২০:২৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজারের বেশি গাড়ি পারাপার হয়েছে। এখন পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি টাকার বেশি।

সোমবার (২৭ জুন) সকালে পদ্মা সেতু প্রকল্পের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রবিবার (২৬ জুন) ভোর থেকে সোমবার (২৭ জুন) ভোর পর্যন্ত সেতু দিয়ে মোট গাড়ি পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি এবং একই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩শ’ টাকা।

গত ২৪ ঘণ্টায় মাওয়া-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯শ’ টাকা।

একই সময়ে জাজিরা-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪শ’ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: