ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডলারের দাম বাড়ায় বাড়লো সোনার দাম

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৮ মে ২০২২ ১৯:৫১

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৮ মে ২০২২ ১৯:৫১

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে সোনার দাম ভরিতে বাড়ছে ১,৭৫০ টাকা। এখন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা কিনতে হলে প্রতি ভরির দাম পড়বে ৭৮,২৬৫ টাকা।

বুধবার (১৮ মে) থেকে নতুন এই দাম কার্যকর হবে। এর আগে মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের ১ ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৮,২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪,৭০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪,৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩,৩৬৩ টাকায়।

মূল্য বৃদ্ধি পাওয়ার আগে গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৭ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেট ৭৩ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেট ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫২ হাজার ১৯৬ টাকায়।

সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে। স্থানীয় বুলিয়ন মার্কেটেও সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আজ (মঙ্গলবার) বাজুসের দাম নির্ধারণ ও পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটি এক বৈঠক করে। বৈঠকে বুধবার (১৮ মে) থেকে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: