ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

‘সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা কিনা তদন্তের পর বলা যাবে’

সেলিম সোহেল | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:৪৭

সেলিম সোহেল
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:৪৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তদন্তের পর বলা যাবে। একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।’’ 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনের পর সচিবালয়ের সামনে তিনি এ কথা জানান।

এ সময় উপিস্থত সাংবাদিকরা আগুন কোনো ষড়যন্ত্র কিংবা নাশকতা কিনা জানতে চাইলে উপদেষ্টা  বলেন, ‘‘তদন্তের আগে আমি কিছু বলতে পারব না। তদন্তের পরে আপনাদের সব জানাবো।’’

সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এভাবে আগুন! এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে। এ জন্যই তো ‘অ্যাক্সিডেন্ট’ বলে। সচিবালয়ের ভেতরেও হতে পারে বলেই সচিবালয়ের ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়।’’

ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে আগুন লাগে। ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ছয়তলায়, পরে তা সাত ও আটতলায় ছড়ায়।’’

‘‘এ ঘটনায় আমাদের একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। একটা পাইপ নিয়ে সচিবালয়ের দিকে আসছিলেন। রাস্তা পার হচ্ছিলেন, এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দেয়। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ছাড়াও আরও দুই তিনজন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।’’ যোগ করেন তিনি। 



আপনার মূল্যবান মতামত দিন: