
নিজস্ব প্রতিবেদক: নড়াইলে এক চা দোকানদারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম মো. ইমাম হাসান রাজু (৪০)। রাজু নড়াইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাটিয়া এলাকার বাসিন্দা।
নিহত ইমাম হাসান রাজু লোহাগড়া উপজেলার নলদী গ্রামের হরিপদ বিশ্বাসের ছেলে। সোমবার সন্ধ্যায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৫০০ টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে বসার নাম করে তাকে ডেকে এনে হত্যা করা হয়েছে বলে ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, রাজু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
ওসি আরও জানায়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: