
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশকে চায়ের কাপ দিয়ে আঘাত করে আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত পুলিশ কর্মকর্তা এসআই (উপপরিদর্শক) মো. সাইফুল ইসলামের মাথার দুই পাশে অন্তত ১২টি সেলাই লাগে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহত পুলিশ কর্মকর্তা সাইফুল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাাতলে চিকিৎসা নিচ্ছেন। তবে পুলিশ মূল হোতা ইয়াছিন মিয়াকে ঘটনার ২০ ঘণ্টা পরও গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ জানিয়েছে তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পৌর এলাকার উত্তর মৌড়াইলে ডাকাতি প্রস্তুতি মামলার আসামি ইয়ামিন মিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে ইয়াছিনকে ধরতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকার বৌ-বাজারে জসিম মিয়ার চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় চা পান করতে থাকা ইয়াছিন পুলিশ কর্মকর্তাকে দেখে হাতে থাকা চায়ের কাপ দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: