ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মাদ্রাসার বাথরুমে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আল আমিন | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ০৩:০১

আল আমিন
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ০৩:০১

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  লক্ষ্মীপুরে মাদ্রাসার বাথরুমে ঢুকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৭) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযুক্ত আমির হোসেন নবীর (৫৭) বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বুধবার দুপুরে ভিকটিমকে উদ্ধার করে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয়েছে।

অভিযুক্ত নবী সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলা সূত্র জানায়, ৮ মার্চ দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী বাড়ির পাশের মাঠে অন্যদের সঙ্গে খেলছিল। তখন নবী শিশুটির হাত ধরে মাদ্রাসার বাথরুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। একপর্যায়ে নবী তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটিকে ছেড়ে দিলে বাড়িতে চলে যায়।

এদিকে ধর্ষণের ঘটনায় ব্যথা-যন্ত্রণায় কাতরাচ্ছিল শিশুটি। সাধারণ ঘটনা মনে করে পরিবারের লোকজন স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেয়। এরপরও ব্যথা কমছে না। মঙ্গলবার জিজ্ঞেস করলে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পরিবারকে জানায়। পরে তার মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানার এসআই মঈন উদ্দিন বলেন, ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভিকটিমকে হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য আনা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: