ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৬ আরসা সদস্য গ্রেফতার

আল আমিন | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫০

আল আমিন
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী 'আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি' (আরসা) এর ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের ই-ব্লকে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা শিবিরের কে-১২ ব্লকের বাসিন্দা আমির হাকিমের ছেলে মোহাম্মদ আরব (২৪) এবং একই আশ্রয় শিবিরের কে-৬ ব্লকের বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মোহাম্মদ নূরু (৩১), এফ-২৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ছালেহ'র ছেলে মোহাম্মদ ইউনুছ (৩৩), এম-১৯ ব্লকের বাসিন্দা আব্দুল গফ্ফারের ছেলে মোহাম্মদ হারুন (২৮), এম-১১ ব্লকের বাসিন্দা জাহিদ হোসেনের ছেলে মো. মীর কাশিম ওরফে হামিদ হোসেন (২২) ও এম-১৯ ব্লকের বাসিন্দা মৃত আবু সিদ্দিকের ছেলে হাফিজুল আমীন (২৫)।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উর্ধ্বতন সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এই তথ্য জানানো হয়।

আবু সালাম জানান, গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে দেশীয় তৈরী একটি বন্দুক ও দুইটি গুলি পাওয়া যায়। গ্রেফতার আরসার এই ছয় সদস্যকে র‍্যাবের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক স্বীকারোক্তির বরাতে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন অবৈধ সুবিধাদি আদায়ের জন্য তারা ময়নার ঘোনা ক্যাম্পে অবস্থান করছিল।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: