ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

লালমনিরহাটে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫০

আল আমিন
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:৫০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  লালমনিরহাটে পপি রানি নামের এক গৃহবধূ লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে কালিগঞ্জ উপজেলার গোড়লে অবস্থিত পপির শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, ৫ মাস আগে একই উপজেলার গোড়ল ইউনিয়নের শিবরাম গ্রামের রুহিদাস চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায়কে ভালোবেসে বিয়ে করেন চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের বাবুল চন্দ্রের মেয়ে পপি রাণী। বিয়ের পরপরই যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী উজ্জ্বল। পপির অটোচালক গরিব বাবা যৌতুকের কিছু টাকা দিলেও আরো টাকা দাবি করেন উজ্জল। দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়ায় জড়াতো স্বামী। স্থানীয় এক অষ্টপ্রহরের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটিও হয়েছিলো দুজনের। সোমবার রাতে স্বামীর বাড়ীর বিছানায় পড়ে থাকা পপির মরদেহের খবর পায় পুলিশ। খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এটিএম গোলাম রসুল জানান, রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। আজ মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: