ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার

আল আমিন | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২৯

আল আমিন
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ইউপি সদস্যের নাম জাহেদ সুলতান চৌধুরী প্রকাশ রবিন মেম্বার। রবিবার রাতে পেশায় শ্রমিক ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন স্বামী। এরপর রাতেই সীতাকুণ্ড এলাকা থেকে রবিনকে গ্রেফতার করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, শনিবার রাতে ওই শ্রমিক কর্মস্থলে যাওয়ার পথে রবিন আর তার সহযোগীরা গতিরোধ করে মেম্বারের ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে যায়। খবর পেয়ে স্ত্রীকে উদ্ধারের জন্য ছুঁটে আসেন ভুক্তভোগীর স্বামী। এসময় স্বামীকে বেঁধে রেখেই সামনে রবিন ও তার সহযোগীরা ওই শ্রমিককে গণধর্ষণ করে। পরে তার কাছ থেকে স্বর্ণের কালের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাতেই অভিযোগ দায়ের করেন শ্রমিকের স্বামী। অভিযোগ পেয়েই রাতে অভিযান চালিয়ে মুল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ওসি বলেন- গ্রেফতার হওয়া রবিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের কথা স্বীকার করেছেন। ঘটনার সাথে অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: