
নিজস্ব প্রতিবেদক: মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নে মোশাররফ মৃধা (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
মোশাররফ মৃধা শেখ পাড়া এলাকার মৃত নুরল ইসলাম মৃধার ছেলে।
নিহতের ভাই ফজর মৃধা জানান, রাত ১১ টার দিকে বাজার থেকে পাকা রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন মোশাররফ মৃধা। বাড়ির কাছাকাছি শেখ পাড়ার মৃধা পাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার জানান, হত্যাকাণ্ডের খবর শুনে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরবর্তী সহিংসতা মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: