ঢাকা | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

চরমোনাই পীরের ব্যাংক হিসাব তলব

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৯:১৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২ ১৯:১৬

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংকগুলোতে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে। চিঠিতে সৈয়দ মো. ফয়জুল করিমের অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, কোনো ব্যাংকে ফয়জুল করিমের নামে অ্যাকাউন্ট (ব্যাংক হিসাব) থাকলে সেই অ্যাকাউন্টে শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী, জমা স্থিতি, কেওয়াইসিসহ বিভিন্ন তথ্য দিতে হবে। আবার কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সেই তথ্যও জানাতে হবে। চিঠি পাওয়ার পাঁচ কর্মদিবসের মধ্যে এসব তথ্য জানাতে হবে।

বিএফআইইউ’র ওই চিঠিতে ফয়জুল করিমের জন্ম তারিখ ১৯৭২ সালের ৩ জানুয়ারি উল্লেখ করা হয়েছে। তার পিতা প্রয়াত সৈয়দ মো. ফজলুল করিম ও মা মোসাম্মৎ আলমতাজ বেগম। তার পিতা ফজলুল করিম ছিলেন চরমোনাই পীর। তবে ওই চিঠিতে ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার কারণ উল্লেখ করা হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন: