ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

নওগাঁয় শাশুড়িকে ধর্ষণ: জামাই গ্রেফতার

আল আমিন | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ০৫:৫৮

আল আমিন
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২ ০৫:৫৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের অভিযোগের মামলায় জামাই ফরহাদকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ভোরে ঢাকার তুরাগ থানার চান্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ নাটোর ক্যা¤প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা হয়েছে। ফরহাদকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।

ফরহাদ নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নানের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ বছরের নাতী মারা গেলে মেয়েকে দেখতে জামাই ফরহাদের বাড়িতে যান ভুক্তভোগী শাশুড়ি। গত ২১ সেপ্টেম্বর খাওয়া শেষে রাত ১০টার দিকে পাশের রুমে শাশুড়ি ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ফরহাদ চুপিসারে তার শাশুড়ির রুমে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ভুক্তভোগী বুঝতে পেরে তার মেয়েকে ডাক দেওয়ার চেষ্টা করলে ফরহাদ মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

ভুক্তভোগী ভয়ে ও লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি। পরদিন বিকেলে ৪টার দিকে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ হলে বিষয়টি তার মেয়েকে জানায় ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরপর ভুক্তভোগী বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: