ঢাকা | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শাহবাগে ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের নিলা নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ০০:৪৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ০০:৪৩

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : রাজধানীর শাহবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তৃতীয় লিঙ্গের আব্দুস সাত্তার ওরফে নিলার (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিফাত (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের তৃতীয় লিঙ্গের এক সহকর্মী জানান, আমরা ব্রিজের উপরে রাতে আড্ডা দেওয়ার সময় অজ্ঞাত দুই যুবক আমাদের দেখে আজেবাজে কথা বলে। আমরা প্রতিবাদ করায় কথা কাটাকাটির এক পর্যায়ে নীলাকে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার তেলিয়েনপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: