ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ময়মনসিংহে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আল আমিন | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৩

আল আমিন
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২ ০৪:০৩

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  মোবাইলে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ময়মনসিংহে  সাথী আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই নারীর মোবাইল ফোনও নিয়ে যায় হত্যাকারীরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে।

নিহত সাথী আক্তারের ছোটবোন শিউলি জানায়, প্রতিবেশী বাবুলের ভাগ্নে হৃদয় তার বোন সাথীকে মোবাইলে মিসকল দিয়ে উত্ত্যক্ত করতো। এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার ভোরে বাবুল ও হৃদয় তাদের সাঙ্গ-পাঙ্গ নিয়ে বাসায় এসে সাথীকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছিল এবং হুমকিদাতারাই তার বোনকে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।

পুলিশ জানান, ‘খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।’

পুলিশ আরও জানান, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত সাথী ওই বাসায় তার দশ বছরের মেয়ে নিরাকে নিয়ে বসবাস করতেন। তবে স্বামীর সাথে প্রায় পাঁচ বছর ধরে কোনো সম্পর্ক ছিল না নিহত ওই নারীর।’

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: