ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কারাগারে থাকা ছেলেকে গাঁজা দিতে গিয়ে বাবা আটক!

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৪

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২ ২১:৩৪

ছবি : সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক: গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছেলেকে গাঁজা দিতে গিয়ে এক বাবা আটক হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কারাগারে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

আটক কৃত বাবা কুমিল্লার মুরাদনগর থানার পীরকাশিমপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে গোলাম আক্তার (৫৪)।

কারাসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে কাশিমপুর কারাগার প্রধান ফটকে আরপি চেকপোস্টে ছেলের সঙ্গে দেখা করতে যান গোলাম আক্তার। এ সময় চেকপোস্টে কর্মরত কারারক্ষী রাশেদুল ইসলাম গোলাম আক্তারের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫ গ্রাম গাজা, ১০ গ্রাম তামাক মিক্সার, এক গ্রাম টি কলকি ও একটি কেঁচি উদ্ধার করেন। পরে বিষয়টি কোনাবাড়ী থানার পুলিশকে অবহিত করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার সাব ইন্সপেক্টর (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ জানান, গোলাম আক্তার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন: