ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শিশুকে দলবদ্ধ ধর্ষণ: ৫ জনের মৃত্যুদণ্ড

আল আমিন | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৮

আল আমিন
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: খুলনার খালিশপুরে ১৫ বছরের শিশুকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এ রায় দেন।

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি আলী আকবর হৃদয় ও মেহেদী হাসান ইবুকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্য তিন আসামি সোহেল, আব্দুল্লাহ ও মোহন পলাতক রয়েছে।

জানা যায়, ২০১১ সালের ২৩ মার্চ সন্ধ্যায় খুলনা খালিশপুর থেকে ভুক্তভোগী শিশুকে অপহরণ করা হয়। পরে তাকে মোটরসাইকেলে করে চরেরহাট এলাকার একটি কলাবাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে আসামিরা। কিশোরী অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৯টার দিকে তাকে বিহারি কলোনির পাশে রাস্তার ওপর ফেলে রেখে যায়। এসময় শিশুটির পরিবারকে মামলা না করার জন্য হুমকি ধামকি দেয়।

এ ঘটনায় ২৪ মার্চ খালিশপুর থানায় দুইজনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন আসামির বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগী শিশুর মা। একই বছরের জুন মাসে খালিশপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম পাঁচজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। বিভিন্ন কার্যদিবসে ১৭ জনের মধ্যে ১২ জনের সাক্ষী গ্রহণ করে আদালত।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: