ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

সাভারে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

আল আমিন | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ০৩:৫৮

আল আমিন
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ০৩:৫৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: সাভারে পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে খালেদ মিয়া (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমাবার সকালে পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত মণি বেগম (৩৪) মানিকগঞ্জের সদর থানা আনোয়ার হোসেনের মেয়ে। গ্রেপ্তার খালেদ মিয়া মোকমাপাড়ার স্থানীয় বাসিন্দা।

নিহত মণির পরিবারের সদস্যরা জানায়, গত কয়েকদিন ধরে মণির বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা জন্য চাপ দিচ্ছিলেন খালেদ মিয়া। পরে মণি টাকা আনতে অস্বীকার করলে আজ সকালে নিজ বাড়িতে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে খালেদ মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিক্যিল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করা হয়েছে। পরে মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হত্যার বিষয়ে আরো নিশ্চিত হওয়া যাবে।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: