
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর গোয়ালন্দে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৯) ডেকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ধর্ষণ মামলার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থান থেকে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকার মো. লাল মিয়ার ছেলে মো. সজল বেপারী (২৮), পৌরসভার ঘোষপট্টি এলাকার আলতাফ ডাক্তারের ছেলে মো. মিঠু (৩৮) ও উপজেলার উজানচর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মৃত তোতা শেখের ছেলে মো. আল আমিন শেখ (২৮)।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরী। এরপর পরিবারের লোকজন তাকে ঘরের মধ্যে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কিশোরীর বাবাসহ পরিবারের অন্য সদস্যরা রেললাইন ব্রিজের কাছে মেয়েকে দেখতে পায়। এ সময় দুই আসামিকে আটক করে ছেড়ে দেয় স্থানীয়রা। পরে কিশোরী তাকে ধর্ষণের বিষয়টি বললে পুলিশ থানায় মামলা দায়েরের পরামর্শ প্রদান করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: