
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনায় ছোট ভাই ফালু মিয়া (৬০) খুন হয়েছে। সোমবার সকালে উপজেলার কামালিয়াচালা মধ্যে পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় চারজন আহত হয়েছে। আহতরা হলেন-ফালু মিয়ার স্ত্রী আজিবন (৫০), ছেলে রিপন মিয়া (২৮), প্রতিবেশী মুঙ্গল আলী (৫২) ও তার স্ত্রী হালিমা আক্তার (৩৮)। তারা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানায়, ক্রয়কৃত জমিতে কাটা তারের বেড়া দিয়ে ফালু ও তার ছোট ভাই টিপু বাড়ি নির্মাণ করে। সেই জমির কাটা তার ভেঙে বড় ভাই বাবর আলী ও তার ছেলে নাজিম ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ চক্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে তাদের দা, শাবলের আঘাতে ছোট ভাই ফালু মিয়া গুরুতর আহত হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছে।
পুলিশ জানায়, রোকেয়া (২৭), রহিম (৪০) ও তাহেরাসহ (৪০) পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের ঘটনায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: