ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ডলার প্রতারণা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ডিবি পুলিশের এএসআই আটক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ০৩:২৭

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ০৩:২৭

ছবি : সংগৃহীত

খানসামা (দিনাজপুর) থেকে : দিনাজপুর খানসামায় ডলার প্রতারণার সাথে জড়িত প্রতারক চক্রের মূল হোতা ডিবি পুলিশের এএসআই শাহীন ইসলাম ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছে। আটক শাহীন ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। খবর পেয়ে তাকে খানসামা থানা পুলিশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করেন।

পরে ডলার ক্রেতা দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আঃ হান্নান বাদি হয়ে পুলিশের এএসআই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন।

সোমবার (৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রীজ মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট কইনাডুবি ব্রীজ মোড়ে ডলার কিনতে এসে প্রতারণার স্বীকার দুই যুবক চিৎকার করেন। পরে লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ঐ যুবককে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাদের আরো জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: