
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম চরণদ্বীপ ইউনিয়নের একটি হাফেজিয়া মাদরাসা থেকে ইফতেখার মালিকুল মাশফি নামে সাত বছরের এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশু ইফতেখার মালিকুল মাশফি চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মালেকের ছেলে।
শনিবার (৫ মার্চ) সকালে অছিউর রহমান হেফজ খানার দ্বিতীয় তলার স্টোর রুম থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিজ্ঞাসাবাদ করার জন্য ওই মাদ্রাসা শিক্ষক মো রুস্তম আলী, জাফর আহমদ এবং শাহাদাত হোসেনকে আটক করেছে পুলিশ।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মাশফির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। তাকে হত্যা করা হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে, এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: