ঢাকা | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজধানীতে র‌্যাবের অভিযানে ৩১ ছিনতাইকারী আটক

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ১৬:৫০

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ৭ জুলাই ২০২২ ১৬:৫০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩১ সদস্যকে আটক করেছে র‍্যাব-১। আটকরা আসন্ন ঈদুল আজহাকে টার্গেট করে ছিনতাইয়ে জড়িত ছিলেন।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত দেড়টার দিকে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে সাঁড়াশি অভিযান চালানো হয়। এসময় ছিনতাইকারী চক্রের ৩১ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম, নগদ টাকা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: