ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শিক্ষক উৎপল কুমার হত্যায় প্রধান আসামি গ্রেফতার

আল আমিন | প্রকাশিত: ৩০ জুন ২০২২ ০৮:২৪

আল আমিন
প্রকাশিত: ৩০ জুন ২০২২ ০৮:২৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  বহুল আলোচিত ঢাকার আশুলিয়ায় স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষক উৎপল কুমারকে হত্যার ঘটনায় প্রধান আসামি আশরাফুল আহসান জিতুকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দাকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের ঘটনায় মামলার পর আসামি জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে বুধবার ভোরে কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এরপর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে।

শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শনিবার সাভারের হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমারকে স্টাম্প দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। গত সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক মারা যান।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: