
নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৯০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ১০ কেজি এবং বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল ইসলাম বলেন, যাত্রীরা নেমে যাওয়ার পরে কাস্টমস গোয়েন্দাদের কাছে তথ্য আসে, এই ফ্লাইটে একটি স্বর্ণের চালান ঢাকায় এসেছে। পরে অভিযান চালিয়ে বিমানের সিট বেল্টের ভেতর থেকে এই স্বর্ণের চালান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৯০টি স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: