ঢাকা | শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, আহত ৫

এ আর লিমন | প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ২০:৫১

এ আর লিমন
প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ২০:৫১

ফাইল ফটো

ঢাকা শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাঁচ শ্রমিক আহত হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে শিল্পাঞ্চলের বারইপাড়া এলাকায় তানজিলা টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সুত্রে জানায়, কারখানার ফিনিশিং ফ্লোরে মেশিন থেকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাঁচ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ডিইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, আহতদের দুজনের অবস্থা গুরুতর। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: