ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

বিয়ে করলেন সারজিস আলম

এ আর লিমন | প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৭

এ আর লিমন
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৭

সারজিস আলমের বিয়ের ছবি

নিজস্ব প্রতিবেদকঃ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।

ওই পোস্টে তিনি লিখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক। এর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লিখেছেন, ‘অভিনন্দন, বন্ধু, সার্জিস! তোমাদের একসঙ্গে  ভালোবাসা এবং সুন্দর মুহূর্তে ভরা একটি জীবন কামনা করছি।’

উপদেষ্টা আসিফ মাহমুদ ছাড়াও সারজিস আলমের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ প্রমূখ।

এর আগে গত ১১ অক্টোবর বিয়ে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।



আপনার মূল্যবান মতামত দিন: