ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

আল আমিন | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৫

আল আমিন
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: মুন্সিগঞ্জে ট্রাকচাপায় আপন (১০)নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আপন পঞ্চসারের ভট্টাচার্যের বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র

দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা সিপাহীপাড়া-মিরকাদিম সড়ক ও বনিক্যপাড়া এলাকার মুক্তারপুর-মাওয়া সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে স্থানীয় সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি ও মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুন্সিগঞ্জ সদর থানার এসআই মো. ফরিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ড্রাইভার ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ড্রাইভারসহ ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে বলেও জনানা ওসি।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: