ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মাগুরায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৪

আল আমিন
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৪

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে রুবিয়া বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে পুকুরে গোসল করতে এসে এক ব্যক্তি তার মরদেহটি ভেসে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।  

নিহত রুবিয়া বেগম মাগুরা শহরের টিভি ক্লিনিক পাড়ার মোঃ তাসের আলী শেখ এর স্ত্রী।

সে দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন তার ছেলে নয়ন।

নিহতের ছেলে নয়ন বলেন, আমার মা দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন। শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি। সে শহরের বিভিন্ন স্থান থেকে শাক তুলে বাড়ির জন্য ও বিক্রি করার কাজ করত।

শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মডেল স্কুলের পুকুরে একটি নারীর মরদেহ ভাসছে। এসে দেখি আমার মা।

মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, সকালে স্থানীয়রা মরদেহটি দেখে থানায় ফোন দেয়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে সুরহতালে ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা জানিয়েছে সে দীর্ঘদিন মৃগী রোগসহ নানা রোগে ভুগছিলেন। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: