ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

মেহেন্দীগঞ্জে নদীতে ট্রলারডুবি, ২ জনের লাশ উদ্ধার

আল আমিন | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ০২:৫৮

আল আমিন
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ০২:৫৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মেহেন্দীগঞ্জে গজারিয়া নদীতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাঝের চর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ঢেউয়ের তোড়ে আটজন যাত্রী নিয়ে ডুবে যায়। চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুই শিশু ও তিন নারী নিখোঁজ ছিল।

ট্রলারডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন- মালা বেগম (৩৮) ও ইয়ামিন (৫)। তারা দরিরচর খাজুরিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে সকাল ৯টার দিকে লাশ দুটি ভাসতে দেখে উদ্ধার করে নৌপুলিশ। এই নিয়ে এ দুর্ঘটনায় মোট পাঁচজনের লাশ পাওয়া গেছে। এর আগে শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দুইজনের লাশ উদ্ধার করে কোস্টগার্ড।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: