
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।
স্থানীয়রা জানায়, শনিবার সকালে টিউবওয়েল পানি আনতে গিয়ে আর্থিং এর তারে তাসলিমা খাতুন বিদ্যুৎ স্পৃষ্ট হন। মেয়েকে বাঁচাতে গেলে মাও ঘটনাস্থলেই মারা জান।
হরিণাকুণ্ডু থানার ওসি আবু আজিফ জানান, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: