
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজনীন বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার চিংগুরিয়া গ্রামের মেনাজ মোল্লার স্ত্রী।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গৃহবধূর বসতবাড়ির পাশে গোয়ালঘরে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে মেনাজ মোল্লার গোয়াল ঘরের টিনের চালা বিদ্যুতায়িত হয়। এসময় গরু বাঁধতে গেলে ঘটনাস্থলে একটি গরুসহ নাজনীন মারা যায়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। নাজনীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: