ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

টাঙ্গাইলের সখীপুরে দুইজনকে কুপিয়ে হত্যা 

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ ১৬:০৬

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ ১৬:০৬

ছবি: সংগৃহীত

সখীপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের সখীপুরের কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি এলাকায় দুজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে স্থানীয়রা লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, মধ্যরাতে এ নির্মম হত্যার ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজালাল (৩৫) ও নবু মিয়ার ছেলে মজনু মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহজালাল বাঘেরবাড়ি বাংলা বাজারে মুদি দোকান ও বিকাশের ব্যবসা করত। রাতে দোকান বন্ধ করে ওই দুজন বাড়ির উদ্দেশে রওনা হয়। পরে তারা আর বাড়িতে ফিরেনি। মধ্যরাতে তারা একটি নির্জন স্থানে পৌঁছালে, দুর্বৃত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। সকালে স্থানীয়রা লাশ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ দুটির পাশে তাদের মোটরসাইকেলটি পড়ে রয়েছে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: