ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কালিয়াকৈর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ১০ জুলাই ২০২৩ ১৭:৩৩

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ১০ জুলাই ২০২৩ ১৭:৩৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের নিহত হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।   

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর এলাকায় সোমবার সকালে অজ্ঞাত ওই যুবক রেল লাইনের উপর দিয়ে হাঁটাহাঁটি করছিল। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেসের ধাক্কায় ওই অজ্ঞাত যুবক নিহত হয়।

নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালু রঙের টি-শার্ট। তার বয়স আনুমানিক ৪০ বছর।

কালামপুর গেটম্যান আজাদ মিয়া জানান, লাশ উদ্ধারের জন্য পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ আসলে লাশটি উদ্ধার করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: