ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কুমিল্লায় কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যু

আল আমিন | প্রকাশিত: ২৯ জুন ২০২৩ ২১:৪৬

আল আমিন
প্রকাশিত: ২৯ জুন ২০২৩ ২১:৪৬

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  কুমিল্লার দেবিদ্বারে কোরবানির গরুর আঘাতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঈদের দিন সকাল ৭টার দিকে উপজেলার মুগসাইর গ্রামে এই ঘটনা ঘটে।

কোরবানির গরুর আঘাতে মৃত মনু মিয়া (৫০) পেশায় একজন অটোচালক ছিলেন।

মৃতের চাচাতো ভাই হানিফ মিয়া বলেন, কোরবানির গরু কিনে পাশের এলাকার একটি বাড়িতে রেখেছিলাম। সকালে আমি আর বড় ভাই মনু মিয়া গরুটি আনতে যাই। গরুটি নিয়ে আসার পথে তাকে আঘাত করে। এ সময় তিনি মাটিতে পড়ে যান। পরে বাড়িতে আসলে গরুটি আবার তাকে আঘাত করে। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে মারা যান তিনি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, এমন ঘটনা শুনেছি। তবে বিস্তারিত পরে জানাতে পারব।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: