ঢাকা | শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ঈদের দিনসহ সপ্তাহজুড়ে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ১৩:৫২

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ১৩:৫২

ছবি: সংগৃহীত

বিদেশবার্তা ডেস্ক : ঢাকাসহ দেশের ৮ বিভাগেই আগামী ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সপ্তাহজুড়ে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক জানিয়েছেন, আজ মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আগামী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং আগামী ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।

পাশাপাশি আসন্ন ঈদুল আজহায় ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৬ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঈদের দিন দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাত একটু বেশি থাকবে। অন্যদিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে কিছুটা কম থাকবে বৃষ্টি।

তিনি বলেন, ঈদের দিন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় তিনটি বিভাগ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম রয়েছে, সেখানে এবং উত্তরের রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি প্রবণতা কম থাকতে পারে। ঈদের দিন ঢাকায় রোদ থাকার সম্ভাবনা কম। এদিন ঢাকার আকাশ বৃষ্টির সঙ্গে মেঘলা থাকবে বলেও জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।



আপনার মূল্যবান মতামত দিন: