ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা

আল আমিন | প্রকাশিত: ২১ জুন ২০২৩ ২৩:৩৫

আল আমিন
প্রকাশিত: ২১ জুন ২০২৩ ২৩:৩৫

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক রোহিঙ্গা নারী আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত রোহিঙ্গা নারীর নাম হামিদা বেগম (৩২)।

বুধবার দুপুরে ক্যাম্প পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। নিহত হামিদা বেগম (৩২) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৭ এর ডি/৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ খুইল্লা মিয়ার মেয়ে।

স্থানীয় রোহিঙ্গারা জানান, পারিবারিক কলহের জের ধরে হামিদা গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, হামিদার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।


বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: