ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত

আল আমিন | প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ২৩:০৯

আল আমিন
প্রকাশিত: ১৩ জুন ২০২৩ ২৩:০৯

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুতায়িত হয়ে বাচ্চু সরদার (২০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর কলকতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক পাশ্ববর্তী ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ দুপুরে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, সকালে উপজেলার উত্তর কলকতি গ্রামের সিরাজুল ইসলামের নির্মাণাধীণ বাড়ির বেস ঢালাইয়ের কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় ভাইব্রেটর মেশিনে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয় নির্মাণ শ্রমিক বাচ্চু সরদার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মো: মিজানুর রহমান বলেন, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা রজু হয়েছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: