
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শরিফা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শরিফা আক্তার উখিয়ায় পালংখালী ইউনিয়নের আশারপাড়া শাকের আলীর মেয়ে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার পালংখালীর আশারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শরিফা আক্তার উখিয়ার বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে অধ্যায়নরত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিফা আক্তার সন্ধ্যায় কোনো এক সময় ঘরের সিলিং সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তার স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর উখিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে ঠিক কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ছিল।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: