
নোয়াখালী : নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় জিন্নাত সুলতানা জিতু (২৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে।
বুধবার সকালে (১৭ মে) জেলার সোনাপুর-চৌরাস্তা সড়কের দত্তবাড়ি মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশন এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিন্নাত আরা জিতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ পাহাড়তলির লোকো কলোনির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মেয়ে।তিনি ‘TAI Social Foundation’ নামে একটি এনজিওতে পরিসংখ্যানবিদ পদে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮ টায় অটোরিক্সা যোগে দত্তেরহাট এলাকা থেকে মাইজদীতে আসছিলেন জিতু। এসময় পিছনের দিক থেকে আসা একটি ইটবাহী পিকআপ ভ্যান অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ধাক্কা খেয়ে থিতু হয়ে পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: