ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

আল আমিন | প্রকাশিত: ১২ মে ২০২৩ ২৩:৪৪

আল আমিন
প্রকাশিত: ১২ মে ২০২৩ ২৩:৪৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ কবির আহমদ (২৮) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উখিয়ার পালংখালী ৯ নম্বর ক্যাম্পে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত কবির কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আবুল হোসেনের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ২০-২৫ জনের একটি মুখোশধারী দল হঠাৎ রোহিঙ্গা যুবককে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: