
নিজস্ব প্রতিনিধি: স্কুল থেকে বাড়ী ফেরার পথে মাটি টানা ট্রাক্টরের চাপায় মারা প্রাণ হারায় শেখ নাইম (১৩) নামের এক স্কুল ছাত্র। নিহত নাইম গেরদা এফ এম মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে গেরদার মান্নানের দোকানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
শেখ নাইম সদর উপজেলার গেরদা ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের দিনমজুর সেকেন শেখের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল শেষে নাইম নিজের বাই সাইকেলযোগে বাড়ী ফিরছিল। পথিমধ্যে মান্নানের দোকানের মোড়ে পৌছালে বিপরিত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাটি টানা ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এসময় স্থানীয়রা ঘাতক ট্রাক্টরের চালককে ট্রাক্টরসহ আটক করেছে।
কোতয়ালী থানার ওসি এম এ জলিল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চালকসহ ট্রাক্টরটি থানায় নিয়ে আসেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: