ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আল আমিন | প্রকাশিত: ৪ মে ২০২৩ ২১:১৮

আল আমিন
প্রকাশিত: ৪ মে ২০২৩ ২১:১৮

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  দিনাজপুরের পার্বতীপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম ও সুশান্ত নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পার্বতীপুর জিআরপি থানার ওসি মো. এ কে এম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের সময় রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুরের হামিদুল ইসলাম (৪০) এবং নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জের সুশান্ত।

পার্বতীপুর জিআরপি থানার ওসি মো. এ কে এম নুরুল ইসলাম জানান, পার্বতীপুর-ফুলবাড়ি রেল রুটের পার্বতীপুরের কয়লা খনি সংলগ্ন রসুলপুর গ্রাম এলাকার রেললাইন পারাপারের রেলগেটটি অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে রেলক্রসিং পার হচ্ছিল মোটরসাইকেল নিয়ে দুই আরোহী। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: