ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

আল আমিন | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩ ২০:৫৪

আল আমিন
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৩ ২০:৫৪

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে জান্নাতুল ফেরদৌসী (৩৫) নামের এক গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে। বুধবার সকালে জেলা পৌর শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল একই জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘীরপাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে। আর কাউসার মোল্লা জেলা সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে।

ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা (৫০) পলাতক রয়েছেন।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।

বিদেশ বার্তা/ এএএ



আপনার মূল্যবান মতামত দিন: