
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ধানখেত থেকে হাত বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার জালালাবাদ গ্রামের একটি বোরো ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
সানচিতা হোসেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী এবং উপজেলার জালালাবাদ ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার কৃষক সোহরাব হোসেন পলাশের মেয়ে।
নিহতের বাবা জানান, তার দ্বিতীয় স্ত্রীর মেয়ে সানচিতা হোসেন সেঁজুতি প্রতিদিনের মতো রবিবার স্কুলে গিয়েছিল। তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে রাতে কলারোয়া থানায় একটি জিডি করেন। সকালে খবর আসে একটি কুল বাগানের পানি’র ড্রেন থেকে পুলিশ তার মেয়ের লাশ উদ্ধার করেছে।
তিনি আরও জানান, প্রতিবেশী আলতাফ হোসেনের ছেলে আব্দুর রহমান তার মেয়েকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে সালিশও হয়েছে। ধারণা করা হচ্ছে, তার প্রেমিক আব্দুর রহমান তাকে শিক্ষা দিতে তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, ঘটনা স্থল থেকে হাত বাঁধা ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়ে।
ওসি আরও জানায়, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দ্রুতই মূল ঘাতককে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: