
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিষপানে এক দম্পতি আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।
রবিবার রাতে রামেকে চিকিৎসাধীন অবস্থায় রোজিনা খাতুন (২০) ও সোমবার সকালে মো. সজলের (২২) মৃত্যু হয়। ওই দম্পতির বাড়ি নগরীর শাহ মখদুম থানার বড়বড়িয়া মিয়াপাড়া এলাকায়।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, সজল তার বাবা সোহেলের সঙ্গে নির্মাণশ্রমিক হিসাবে কাজ করতেন। রবিবার সন্ধ্যায় বাবার সঙ্গে সজলের ঝগড়া হয়। পরে রাতে একসঙ্গে ঘরে থাকা কীটনাশক পান করেন ওই দম্পতি। খবর পেয়ে পরিবারের লোকজন রাতে তাদের রামেক হাসপাতালে ভর্তি করেন। রাতেই চিকিৎসাধীন অবস্থায় রোজিনার মৃত্যু হয়। আর সজল মারা যান সোমবার সকালে।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ
আপনার মূল্যবান মতামত দিন: