ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ [email protected] +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে নিখোঁজ ২

মো: মনিরুল ইসলাম | প্রকাশিত: ২৬ মার্চ ২০২২ ২১:০৮

মো: মনিরুল ইসলাম
প্রকাশিত: ২৬ মার্চ ২০২২ ২১:০৮

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এমডি জাহিদ-৩ এর ধাক্কায় একটি সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজরা হলেন- বাল্কহেডের সুকানি শরিফুল ইসলাম (২৮) ও লস্কর নুর ইসলাম (৪০)। তাদের দুজনের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

শনিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মুন্সিগঞ্জের মুক্তারপুর ক্রাউন সিমেন্ট কারখানা থেকে সাড়ে সাত হাজার বস্তা সিমেন্ট নিয়ে পাবনার নগরবাড়ির উদ্দেশে ছেড়ে যাচ্ছিল বাল্কহেডটি। মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ঢাকামুখী লঞ্চ এমভি জাহিদ-৩ বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি ডুবে গেলে সেখানে থাকা পাঁচজনের মধ্যে লস্কর জুয়েল রানা, মাস্টার সুফিয়ান (৩৬) ও বিল্লাল (৩০) সাঁতরে একটি ট্রলারে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ থাকেন দুইজন।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলে নারায়ণগঞ্জ থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: